পর্ব-১। ১ম অধ্যায়।স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ।Class 6 math chapter 1.1। class 6 math chapter 1 2025
ভিডিও দেখতে Open Video তে ক্লিক করুন
ষষ্ঠ শ্রেনির গণিত ও ইংরেজি ব্যাচে ভর্তি চলছে
সপ্তাহে ৩ দিন অনলাইনে লাইভ ক্লাস
বেতনঃ ৩০০ টাকা (প্রতি মাস)
যোগাযোগ; 01754834565 ( Whats app)
ষষ্ঠ শ্রেণির গণিত: অধ্যায় ১.১ - স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ
আপনি ষষ্ঠ শ্রেণির গণিতের এই অধ্যায় নিয়ে পড়াশোনা করছেন, সেজন্য আপনার আগ্রহের জন্য ধন্যবাদ!
এই অধ্যায়টি গণিতের খুবই মৌলিক এবং গুরুত্বপূর্ণ একটি অংশ। এখানে আপনি স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কে বিস্তারিত জানবেন। এই দুই ধরনের সংখ্যার ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রচুর।
চলুন এই অধ্যায়টিতে থাকা কিছু মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক:
- ভগ্নাংশের গুণ ও ভাগ: ভগ্নাংশকে কীভাবে গুণ ও ভাগ করা যায়।
- ভগ্নাংশের যোগ ও বিয়োগ: ভগ্নাংশকে কীভাবে যোগ ও বিয়োগ করা যায়।
- স্বাভাবিক সংখ্যা: গণনা করার জন্য আমরা যেসব সংখ্যা ব্যবহার করি, সেগুলিকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন: ১, ২, ৩, ৪,
- ভগ্নাংশ: কোনো পুরো বস্তুকে সমান কয়েক ভাগে ভাগ করে তার একটি বা একাধিক ভাগকে ভগ্নাংশ বলে। যেমন: ১/২, ৩/৪ ইত্যাদি।
- ভগ্নাংশের প্রকারভেদ: সুদক্ষ ভগ্নাংশ, অসুদক্ষ ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ ইত্যাদি।